Tuesday, December 24, 2024

অস্ত্র নিয়ে ঘুরছিলেন যুবলীগ নেতা, অতঃপর…

আরও পড়ুন

নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতা মাহবুর রহমান এবং তার সহযোগী মহিদুলকে আটক করে পুলিশে দিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি দেশীয় হাঁসুয়া পাওয়া যায়।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় পাশ থেকে তাদের আটক করেন এলাকাবাসী।

আটক মাহবুবুর রহমান (৫৬) উপজেলার হরিদা খলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তার সহযোগী মহিদুল ইসলাম (৪৯) একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  লেবানন থেকে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্রী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কাছে বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান ও তার সহযোগী মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল।

এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের ঘেরাও করে ব্যাগ তল্লাশি করে। সেই ব্যাগ থেকে ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি হাঁসুয়া উদ্ধার করে তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাদের দুজন আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  সন্তানের জন্য ওষুধ কিনতে বের হওয়া নারীকে গিলে খেলো সাপ

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ