Thursday, January 16, 2025

শিশুকে বিষ খাইয়ে নিজেও খেলেন মা, প্রাণ গেল দুজনেরই

আরও পড়ুন

চার মাসের মেয়েকে বিষ খাইয়ে নিজেও তা খেয়ে আত্মহত্যা করেছেন লালমনিরহাটের এক মা।

শনিবার (৬ মে) জেলার হাতীবান্ধা উপজেলায় এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

নিহতেরা হলেন উপজেলার সোনারদীঘি গ্রামে আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও চার মাসের মেয়ে জান্নাতুল ফেরদৌসী।

জানা গেছে, রোজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসাও দেওয়া হচ্ছিল। শনিবার সবার চোখের আড়ালে বাড়িতে রাখা ফসলের কীটনাশক ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসীকে খাইয়ে নিজেও খান রোজিনা। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  দেয়াল টপকে পালালেন হারুন!

সেখানে তাদের অবস্থার অবনতি হলে মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। হাসপাতালে নেওয়ার পথে প্রথমে মা ও পরে মেয়ের মৃত্যু হয়। রাতেই হাতীবান্ধা থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘মায়ের আত্মহত্যার বিষয়টি নিয়ে অপমৃত্যু (ইউডি) মামলা হবে। চার মাসের শিশুটিকে বিষ খাওয়ানো করানো হয়েছে। তবুও শিশুর মৃত্যুর ঘটনা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ