Wednesday, January 22, 2025

মেডিকেল শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হা°মলা, বিচার চেয়ে মানববন্ধন

আরও পড়ুন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ছাত্রদলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন– শিক্ষার্থী এস এম রাকিবুল ইসলাম ও নাজমুল বাসার নাঈম। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মানববন্ধনে হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি মেডিকেল কলেজ ক্যাম্পাসে যেন কোনো ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে- তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তিও, আসামিদের লোমহর্ষক বর্ণনা

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও সাম্প্রতিক সময়ে ছাত্রদল তাদের বিভিন্ন কর্মসূচি পালন করছিল। গত ১৯ জানুয়ারি মেডিকেল কলেজের মনসুর খলিল ছাত্রাবাসে ছাত্রদল আয়োজিত কর্মসূচির প্রতিবাদ করে কিছু শিক্ষার্থী। তখন দুপক্ষের মধ্যে চরম হট্টগোল হয়। এর জের ধরে ২০ জানুয়ারি রাতে তাদের ওপর হামলা করে ছাত্রদল সমর্থিত কিছু শিক্ষার্থী। এতে দুই সাধারণ শিক্ষার্থী আহত হয়। তারা হলেন–এমবিবিএস প্রথম বর্ষের সাজ্জাদ হোসেন নাদিম ও ইকরামুল খান।

আরও পড়ুনঃ  ছাত্র-জনতার ওপর কারা গুলি চালিয়েছে জানালেন এসআই

শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রদলের সমর্থক শিক্ষার্থী হলেও তাদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের যোগাযোগ রয়েছে এবং ছাত্রলীগ এ হামলায় ইন্ধন দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ