Thursday, January 16, 2025

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, পরিচালক পদ ছাড়’ছেন ফাহিম

আরও পড়ুন

টিকিট নিয়ে বিশৃঙ্খলা, ভাঙচুর ও আগুনের মধ্য দিয়ে এবারের বিপিএল শুরু হলেও মাঠের খেলায় বিপিএলের প্রশংসা মেলে। কিন্তু মাঠের বাহিরের কর্মকাণ্ড কোনোভাবেই থামছে না। ব্যাপক সমালোচনার মুখে পড়ছে বিসিবি। এরই মধ্যে আলোচনায় আসে বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্ব্যবহার। ঘটনাটি মিরপুর শেরেবাংলার প্রেসিডেন্সিয়াল বক্সে।

এমন সব কর্মকাণ্ডের মাঝে এবার আরো চমকে দেয়া খবর এসেছে গণমাধ্যমে। বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বোর্ড সভাপতি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে। গণমাধ্যমে পরিচালক ফাহিম স্বীকারও করেছেন বিষয়টি। আর তাতে অনেকটা অভিমানে বিসিবি ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ২ ওভারে ৪ উইকেট নিয়ে আইপিএল কাঁপাচ্ছেন মুস্তাফিজ

বিসিবি সভাপতি এই পরিচালককে ঠিক কী বলেছিলেন, সেটা অবশ্য প্রকাশ করেননি দেশের এই বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক।

ফাহিম বলেন, ‘ওই রকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

বিসিবির এই পরিচালক আরো বলেন, ‌‘আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওই রকম একটা মন্তব্য। আর সেটা অনেক মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের লোকজন উপস্থিত ছিল।’

আরও পড়ুনঃ  জুয়ার বিজ্ঞাপনে তারকাদের ছবি, সবচেয়ে বেশি সাকিবের

বোর্ড থেকে সরে যাওয়ার প্রসঙ্গে ফাহিম বলেন, ‘আমার মাঝেমাঝে মনে হয়, বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ