Friday, January 24, 2025

গাজা সীমান্তবর্তী এলাকার দখল এখন ইসরায়েলের হাতে

আরও পড়ুন

গাজা উপত্যকার সঙ্গে মিসরের সীমান্তের পুরোটাই ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। এতে করে ফিলিস্তিনের স্থল সীমান্তের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। বৃহস্পতিবার (৩০ মে) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২৯ মে) আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, সীমান্ত এলাকা ফিলাডেলফি করিডোরে কৌশলগত নিয়ন্ত্রণ নিয়েছে তেল আবিব। মিসরীয় সীমান্তবর্তী রাফায় সেনা তৎপরতার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। যা হামাসের বিভিন্ন ঘাঁটি ও টানেলে অভিযানের চিত্র বলে দাবি হ্যাগারের।

আরও পড়ুনঃ  ভারতের ৩ বাহিনীতে নতুন আতঙ্ক, কর্মস্থলে ফিরে এসেই নিজেকে শেষ করে দিচ্ছেন

আইডিএফ আরও বলছে, গত ১০ দিনে অঞ্চলটিতে হামাসের ২০টি টানেলের সন্ধান পেয়েছে তারা। মিসরের সঙ্গে রয়েছে সেসবের সংযোগ।

এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শহরটিতে ২৩ লাখ গাজাবাসীর অর্ধেকই আশ্রয় নিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ইসরায়েল কীভাবে রাফা ত্যাগকারীদের নিরাপত্তা দেবে, সে ব্যাপারে তারা কিছু জানায়নি। আমরা হামাসকে গত ৭ অক্টোবর জিম্মি করা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ