Wednesday, January 22, 2025

কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখল দুর্বৃত্ত°রা

আরও পড়ুন

নোয়াখালীর চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লিখেছে দুর্বৃত্তরা। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুষ্কৃতকারীরা।

এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ লিখে রাখে দুর্বৃত্তরা।

সোমবার (২ে০ জানুয়ারি) সকালে সবাই দেখতে এ লেখাটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়

কার্যালয়টির দায়িত্বরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  যে চার কারণে পিছু হটল জামায়াত

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানিয়েছেন। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমার জানা নেই। বিএনপির কোনো নেতাও আমাকে জানাননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ