Wednesday, January 22, 2025

কাজী নজরুলের দৌহিত্রের মৃ°ত্যু, শোক জানালেন তারেক রহমান

আরও পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) গতকাল রবিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে শোকবার্তা দেন তারেক রহমান।

ওই পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‌‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর দৌহিত্র বাবুল কাজী রাজধানীর বনানীর বাসায় অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’

আরও পড়ুনঃ  ‘এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে আত্ম*গোপনে যেতে হয়’

পরকালীন জীবনের জন্য দোয়া কামনা করে তারেক রহমান লেখেন, ‘বাবুল কাজী’র মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন সৎ, সজ্জন ও বিনয়ী মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘আমি বাবুল কাজী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ