Thursday, January 16, 2025

ওয়াজ মাহফিলের *মঞ্চ দখল করে জামায়াত ও শিবিরের তা*ণ্ডবের দাবি, যা জানা গেল

আরও পড়ুন

নীলফামারীতে সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটি ওয়াজ মাহফিলের স্টেজ দখল করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডব দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। তথ্য যাচাইকারী বাংলাদেশি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নীলফামারীতে ওয়াজ মাহফিলের স্টেজ দখলের দাবিটি সঠিক নয় বরং, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে কমলো গ্রীষ্মের ছুটি

দাবির সত্যতা যাচাইয়ে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’ এর ওয়েবসাইটে গত ৬ জানুয়ারি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে নীলফামারীতে অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কী-ফ্রেমের সঙে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে নীলফামারী সদর উপজেলার একটি স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার সদর উপজেলার বাবরীঝাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা আসিফ

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ওই স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় যুবকেরা। এতে স্থানীয় শিল্পী ছাড়াও রংপুরের শিল্পীদের অংশ নেওয়ার কথা ছিল। তবে শুরুর আগেই তোপের মুখে ভন্ডুল হয়ে যায় অনুষ্ঠানটি। এ সময় কয়েকজন যুবক মঞ্চে উঠে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকেন।

তবে স্থানীয় কয়েকজন বলেন, ‘ওই মাঠটি বিদ্যালয়ের মাঠ হলেও ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া মাঠের পাশেই রয়েছে মসজিদ। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে অনুষ্ঠানটির আয়োজন করায় রুখে দিয়েছি।’

আরও পড়ুনঃ  মিলেছে জাহাজে নিহ*তদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি

আয়োজক কমিটির সদস্য বাসু ইসলাম বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ সবার অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে চেয়ারম্যান ও জামায়াতের লোকজন অনুষ্ঠান পণ্ড করেছে। আমাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল ভাঙচুর করেছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ