Wednesday, January 15, 2025

আওয়ামী লীগ-বিএনপি দুটাই দু..র্নীতিবাজ ও অ..ত্যাচারী : ফয়জুল করিম

আরও পড়ুন

আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, জালেম, দুর্নীতিবাজ ও অত্যাচারীদের দল আওয়ামী লীগ-বিএনপি। ওরা আমাদের রক্ত এবং লাশ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের জনগণের আবেগকে যারা তাচ্ছিল্য করবে জনগণ তাদের রক্ষা করবে না। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাত থেকে এই দেশের সাধারণ মানুষকে মুক্তি দিতে আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো যুবক বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। হাজারো মা তার ছেলে হারিয়েছেন।

আরও পড়ুনঃ  তারা গণহত্যা করে পালিয়ে এখন নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে : সোহেল তাজ

বোনরা বিধবা হয়েছেন। বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। অথচ সেই খুনিদের সঙ্গে হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে চিহ্নিত একটি রাজনৈতিক দল। ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়।

তিনি আরও বলেন, এদেশের মানুষ তিনবেলা পেট ভরে খেত চায়। মাথা উঁচু করে বাঁচতে চায়। এদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের রক্ত, ত্যাগ ও শ্রম নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে বিএনপিকে এ দেশের মানুষ রক্ষা করবে না। তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে

আরও পড়ুনঃ  ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

দেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বার বার জীবন দিয়েছে উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হলি খেলেছে। মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায়নি। তাই অন্য দেশের মানুষরা সোনার খনি, রুপার খনি পেলেও আমরা পেয়েছি চোরের খনি। এই বক্তব্য শেখ সাহেব নিজেই বলে গেছেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ